প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৪:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৩, ৩:৫৯ অপরাহ্ণ
লৌহজংয়ে তিন পেয়াজ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের অর্থদণ্ড
মতিউর রহমান রিয়াদঃ মুন্সীগঞ্জে, লৌহজং উপজেলার, বৌলতলী ইউনিয়নের, হাট নওপারা বাজারে পেঁয়াজের বাজার দর নিয়ন্ত্রনে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ টি দোকানে ৫ হাজার টাকা জরিমানা হয়েছে। সোমবার, সন্ধ্যায় উপজেলার নওপাড়া বাজারে এই অভিযান পরিচালিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো. জাকির হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন হাট নওপাড়া বাজারে অধিক মুনাফায় পিয়াজ বিক্রি হচ্ছে। বিষয়টি জানার সাথে সাথে বিষয়টি আমলে নিয়ে লোক পাঠান বৌলতলী ইউনিয়নে হাট নওপারা বাজারের পণ্যের দাম জাচাই করার জন্য, হাট নওপারা বাজার কয়েক দোকানে জিগ্গেস করলে একেক দোকানে একেক রকম দামে পেঁয়াজের দামে বিক্রয় করা হচ্ছে।
এই সংবাদ ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ম্যাজিস্ট্রেট) মোঃ জাকির হোসেন অভিযান পরিচালনা করে তিন পেঁয়াজ দোকানিকে (৫) হাজার টাকা অর্থদণ্ড প্রধান করেন ও নির্ধারিত দামে বিক্রির করার জন্য নির্দেশ দেন।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.