প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৫:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৩, ১০:১৬ অপরাহ্ণ
বেনাপোলের চাঞ্চল্যকর ওমর ফারুক হত্যা মামলার ৩নং আসামী তরিকুল গ্রেফতার
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ বেনাপোলের চাঞ্চল্যকর ওমর ফারুক হত্যা মামলার এজাহারনামীয় ৩নং আসামী তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। আটককৃত আসামী তরিকুল ইসলাম (২৫) সে যশোরের শার্শা থানাধীন শালকোনা গ্রামের মোঃ ইমান আলীর ছেলে।
সোমবার ১১ নভেম্বর রাত্র ১টা ৫ মিনিটে এসআই মোঃ মুরাদ হোসেন এর নেতৃত্বে একটি টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা হতে তরিকুল ইসলাম'কে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তরিকুল ইসলাম জানায়, অন্যান্য আসামীদের সহযোগিতায় সে ভিকটিম ওমর ফারুক সুমন'কে অপহরন করে বেনাপোল গোলদার ম্যানসনের তিনতলায় আটক রাখে এবং সকল আসামীদের পৈচাশিক নির্যাতনে ওমর ফারুক সুমন নিহত হয়। আসামীরা ভিকটিমের লাশ গুম করার জন্য মাগুরা সদর থানাধীন রামনগর একটি ঝোপে ফেলে আসে।
এ সংক্রান্তে বেনাপোল পোর্ট থানার মামলা নং-১৫, তাং-১৪/১১/২০২৩ খ্রিঃ,ধারা- ৩৪২/৩২৫/৩৬৪/৩০৭/ ৩৪/ সংযুক্ত ৩০২/২০১ পেনাল কোড তদন্তাধীন আছে। মামলাটি এসআই মোঃ মুরাদ হোসেন, জেলা গোয়েন্দা শাখা, যশোর তদন্ত করছেন।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.