প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৩, ১০:০৩ অপরাহ্ণ
যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের কোতোয়ালি থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।
সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৬টার সময় ডিবি যশোরের এসআই সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানাধীন হাসিমপুর বাজারস্থ ইসলামী ব্যাংকের সামনে যশোর-মাগুরা গামী হাইওয়ে রাস্তার উপর হতে যশোর জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী আশানুর মোল্লা (৩৬) ও রাজিব ভূইয়া (২৫) নামে দুই মাদক ব্যবসায়ির কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১৫ লাখ টাকা।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী (১) আশানুর মোল্লা'র বিরুদ্ধে ইতোপূর্বে অস্ত্র, বিস্ফোরক, মাদকসহ ২০টা মামলা রয়েছে এবং (২) রাজিব ভূইয়া'র বিরুদ্ধে ইতোপূর্বে ০৭টা মাদক মামলা রয়েছে।
আসামীর তথ্যঃ
(১) আশানুর মোল্লা (৩৬), পিতামৃত- আলতাব মোল্লা, সাং- গয়ড়া, (২) রাজিব ভূইয়া (২৫), পিতা- আলমগীর ভূইয়া, সাং- কলেজপাড়া, উভয়থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর।
Copyright © 2025 samajerchoke.com. All rights reserved.