এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোলে পশ্চিমজনপদে প্রতিষ্ঠিত ২০নং সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সামাদ (৭৮) স্যার আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
শুক্রবার (১ ডিসেম্বর) ভোর ৬টার সময় নিজ বাসভবনে তিনি পরলোকগমন করেন। জুম্মা নামাজবাদ তার স্মৃতি বিজড়িত শিক্ষক জীবন শুরু প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গানে জানাযার নামাজ সম্পূর্ণ হয়। এসময় মাঠ প্রাঙ্গানে তার জানাযায় মানুষে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়, শ্রদ্ধাভাজন ও সবার প্রিয় ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় মুখটা শেষবারের মতো দেখতে দুর দুরান্ত থেকে উক্ত বিদ্যালয়ে পড়ুয়া সাবেক ও বর্তমান শিক্ষার্থী, এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ০১নং ওয়ার্ড সাদীপুর গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুস সামাদ। স্বাধীনতার পরবর্তী সময়ে পশ্চিমজনপদে প্রতিষ্ঠিত শার্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষকতা জীবন শুরু। সেখানে তিনি দীর্ঘ ১০ শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি বেনাপোল প্রাইমারি স্কুলে এবং অবসর সময়টা নিজ গ্রামে ২০নং সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে দায়িত্বপালন করে ২০১২ সালে অবসরে যান।