প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৩, ৯:১৬ অপরাহ্ণ
অবশেষে শার্শায় এলো সৌদি প্রবাসীর লাশ

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ
দীর্ঘ দিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজ বাড়িতে এলো সৌদি প্রবাসী রুবেল। তবে জীবিত নয় ৪ মাস ২৫ দিন পর এসেছে রুবেলের নিথর দেহ। রুবেলের লাশ। নিহত রুবেল যশোরের শার্শা থানাধীন ৭নং কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের ফারুক হোসেনের ছেলে।
খবর পেয়ে ছুটে আসে আত্মীয়-স্বজন ও পরিচিত অপরিচিত অসংখ্য মুখ। অশ্রু বিসর্জনের মধ্যে ভারি হয়ে ওঠে গোটা গ্রাম।
আজ শনিবার (২৫ নভেম্বর) দুপুর ১টার সময় রুবেলের লাশবাহী অ্যাম্বুল্যান্স শার্শার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের নিজ বাড়িতে এসে পৌঁছায়।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের অভাব দুর করতে দেড় বছর আগে রুবেল সৌদি পাড়ি জমায়। সেখানে সে একটি মাদ্রাসায় পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজে যোগদান করে। পরে মাদ্রাসাটি কুরবানী ঈদের কারণে দুই মাস ছুটি হয়ে যায়। পরবর্তীতে রুবেল পরিচিত একজনের সহযোগীতায় সেফটি ট্যাংক পরিস্কার কাজ শুরু করে। একদিন কাজ করতে গিয়ে সে সেফটি ট্যাংকের পড়ে গিয়ে অসুস্থ হয়ে যায়। এসময় তার সহযোগীরা তাকে উদ্ধার করে সৌদি আরবের একটি হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে রুবেলের লাশ বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আছরবাদ জানাজা শেষে বাগ আঁচড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
Copyright © 2025 samajerchoke.com. All rights reserved.