প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৮:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৩, ১২:৩৭ পূর্বাহ্ণ
টেকনাফ পৌরসভা এলাকায় ১৬ হাজার পিস ইয়াবাসহ আটক-২
বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ পৌরসভা নাইটংপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ জানায়, (১৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভা, ০১নং ওয়ার্ড, নাইটংপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে র্যাব-১৫, কক্সবাজার সিপিএসসি-১ এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আব্দুল আজিজ এবং নুর আনকিস নামে দুইজন কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মাদক কারবারীর বসতঘর তল্লাশী করে তাদের হেফাজত হতে সর্বমোট ১৬,০০০ (ষোল হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো- ১। আব্দুল আজিজ (২০), (এফডিএমএন) ২। নুর আনকিস (৩০), (এফডিএমএন) উভয় পিতা-নুরুল হক, সাং-মোছনি, রেজিস্ট্রার ক্যাম্প, ব্লক-সি, সাং-নাইটংপাড়া, ০১নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত মাদক কারবারীরদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.