প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৩, ৭:৩১ অপরাহ্ণ
তোমার নামে সেই চিঠিটা — কলমেঃ রেবেকা টপি
তোমার নামে সেই চিঠিটা
কলমেঃ রেবেকা টপি
তোমার নামে সেই চিঠিটা
বুকের মাঝে লক্ষ কথা,
সকাল দুপুর উদার প্রহর
বেড়ায় ঘুরে দ্বারে দ্বারে।
তুমি নামের আমার মায়া
পাই না কোথাও তার সে ছায়া।
কঠিন ব্যথায় গুমরে মরে,
বেড়ায় ঘুরে,এক সমুদ্র হাহাকারে।
নদীর কাছে, পথের কাছে
সুধাই গিয়ে পাহাড়টাকে।
গোপন মায়ায় একঘেয়েমি ইচ্ছেটাকে।
কখনও শুধাই খামখেয়ালী অভিসারী,
দুরাচারী ঐ মেঘটাকে।
ক্লান্ত চিঠি,ক্লান্ত কথা
খুঁজতে তোমায়, ভালোবাসার গন্ধ হারায়।
নীল বেদনা হৃদয় জুড়ে
তবুও তোমায় খুঁজে ফেরে।
শহর -গ্রামে, পথের বাঁকে
হয়তো পাবে,তন্দ্রা ঢুলু মধ্যরাতে।
পড়ে নিও আটপৌরে মোর হৃদয়টাকে,
বুঝে নিও না বলা সব প্রণয় গাঁথা।
আরও আছে খুব যতনে,
ক্লান্ত সব জমানো ব্যথা।।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.