প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৫:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৩, ৫:৩০ অপরাহ্ণ
বেনাপোলে স্ত্রীর ক্ষমতার দাপটে স্বামীর হাতে আনসার সদস্য লাঞ্ছিত
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের শার্শা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিনা আক্তার এর স্বামী বেনাপোল স্থলবন্দরে ২ নং সেড ইনচার্জ মামুনার রশিদ কর্তৃক আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে কর্মরত মিল্টন বিশ্বাস নামে এক আনসার সদস্য কে লাঞ্ছিত করেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় প্যাসেঞ্জার টার্মিনালের গেটে।
এ ব্যাপারে আনসার সদস্য বন্দর পরিচালক ট্রাফিক বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন।কিন্তু ৪ দিন পার হলেও এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন লাঞ্চিত হওয়ার আনসার সদস্য মিল্টন বিশ্বাস।
মামুনার রশিদ এর স্ত্রী আনসার বাহিনীর কর্মকর্তা হওয়ায় সেই জোরেই এ ঘটনা ঘটেছে বলে সাংবাদিকদের জানান সেখানে কর্মরত অন্যরা। এর আগেও যখন ঐ কর্মকর্তা শার্শায় কর্মরত ছিলেন তখন তার স্বামীও বন্দরে কর্মরত ছিলেন তখনও বিভিন্ন আনসার সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন বলেও জানা গেছে।
এ ব্যাপারে লাঞ্চিত হওয়া আনসার সদস্য মিল্টন বিশ্বাস বলেন, আমি পোশাকরত অবস্থায় গেটে ডিউটি করছিলাম। এসময় একজন লোক পাসপোর্ট ছাড়া ভিতরে প্রবেশকালে পরিচয় জানতে চাইলে সে তুইমুই করে কথা বলতে থাকে এবং হুমকি দেন তোমার মজা দেখাবো। এ কথা বলেই সে আমার ইউনিফর্ম এর কলার ধরে টানাটানি করে উপরে নিয়ে যায়।
এ ব্যাপারে বন্দর পরিচালক "সমাজের চোখ" এর প্রতিনিধি'কে বলেন অভিযোগ পেয়েছি তদন্ত চলছে অভিযুক্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.