প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ৯:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৩, ৯:০৩ অপরাহ্ণ
বেনাপোলে সাড়ে ১২ লাখ টাকা ও সোনার বারসহ আটক-১
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন আমড়াখালি বিজিবি চেকপোস্টের সামনে থেকে ০.২৩৪ গ্রাম ওজনের ২টি সোনার বার, ১২ লাখ ৫৫ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটককৃত আসামি- মোঃ ইয়ামিন হোসেন (২৫) সে বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর গ্রামের মোঃ বাদশাহ মিয়া'র এর ছেলে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক জানান, স্বর্ণ, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে আমড়াখালী চেকপোস্টে প্রতিনিয়ত বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে আজ সোমবার (৩০ অক্টোবর) বিকাল ৪টার দিকে একজন মোটরসাইকেল আরোহীকে তল্লাশির সময়, তার আচরণ সন্দেহজনক মনে হলে, বিজিবি সদস্যরা তাকে ও তার ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করা হয়। পরবর্তীতে তল্লাশীর এক পর্যায়ে উক্ত লোকের মোটরসাইকেলের সিটের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ০২ টি স্বর্ণের বার, ০২ টি মোবাইল এবং বাংলাদেশী ১২,৫৫,০০০/- টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বার ২ টি’র সর্বমোট ওজন ০.২৩৪ গ্রাম যার বর্তমান মূল্য ২৩ লক্ষ ৪০ হাজার টাকা।
জব্দকৃত স্বর্ণের বার, বাংলাদেশী নগদ টাকা, মোবাইল এবং মোটরসাইকেলসহ সর্বমোট সিজার মূল্য ৩৭,১৬,০০০/- (সাঁয়ত্রিশ লক্ষ ষোল হাজার) টাকা।
আটককৃত আসামী ও জব্দকৃত স্বর্ণ, বাংলাদেশী নগদ টাকা ও মোটরসাইকেল মামলা দায়ের এর মাধ্যমে মোটরসাইকেলসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় এবং স্বর্ণ ও বাংলাদেশী নগদ টাকা ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.