প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ১১:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৩, ৮:২১ অপরাহ্ণ
বেনাপোলে নাশকতা মামলায় ৩১ নেতাকর্মী গ্রেফতার
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোলে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৩১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বাড়ি বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায়।
রোববার (২৯ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। তবে গ্রেফতারকৃতদের পরিবারের অভিযোগ ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার তারা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, বিএনপি-জামায়াত কর্মীরা নাশকতার উদ্দ্যেশ্যে জড়ো হয়ে গোপনে বৈঠক করেছে। এমন খবরে পুলিশ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পূর্বে নাশকতা মামলা ছিল।
গ্রেফতারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2026 samajerchoke.com. All rights reserved.