বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার চাঞ্চল্যকর রানু খাতুনকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি স্বামী মুজিবর রহমানকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৬।
আটককৃত আসামি- মুজিবুর রহমান (৩৫) সে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন গোদখালী গ্রামের পিতা- মোঃ ইমান আলী গাজীকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ভিকটিম মোছাঃ রানু খাতুন (৩২) রঘুনাথপুর গ্রামের ছিদ্দিক আলী সরদারের কন্যা এবং আসামী মুজিবুর রহমান (৩৫) এর স্ত্রী। গত ১৮ অক্টোবর সকালে ভিকটিম মোছাঃ রানু খাতুন এর সাথে আসামী মুজিবুর রহমান এর পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি এক পর্যায়ে ভিকটিমের স্বামী আসামী মুজিবুর রহমান লোহার শাবল দিয়ে মাথার ডান পাশে স্বজোরে দুইটি আঘাত এবং নাকের নিচে একটি আঘাত করে স্ত্রী রানু খাতুনকে হত্যা করে। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভিকটিমের মা মোছাঃ বেলফুল বেগম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ১৮ অক্টোবর সকালে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী মুজিবুর রহমান পলিয়ে শ্যামনগর থানায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি অদ্য ১৯ অক্টোবর দিবাগত রাতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মুজিবুর রহমানকে গ্রেফতার করে।
প্রকাশ থাকে যে, ঘটনার ২৪ ঘন্টার মধ্যে এবং মামলা রুজুর ১০ ঘন্টার মধ্যে শ্যামনগর থানার সুন্দরবন সংলগ্ন ধুমঘাটা এলাকা থেকে আসামীকে গ্রেফতার করা হয়। উক্ত আসামী ভারতে পলায়নের জন্য অপেক্ষমান ছিল ।
গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া হস্তান্তর করা হয়েছে।