এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বাঘারপাড়া থানাধীর এলাকায় অভিযান চালিয়ে ০১ টি কথিত ম্যাগনেট পিলারসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
আটককৃত আসামী- তোজাফ্ফার বিশ্বাস মিনটু (৫২),পিতা মৃত- বদর উদ্দিন বিশ্বাস, সাং-বাউলিয়া, মোঃ রবিউল ইসলাম(৫৭), পিতামৃত- দাঊদ বিশ্বাস, সাং-বাররা, উভয়থানা- বাঘারপাড়া, জেলা- যশোর।
শনিবার (৩০ সেপ্টেম্বর) ডিবি যশোরের এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বাঘারপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাত ১০টা ৫৫ মিনিটের সময় যশোর বাঘারপাড়া থানাধীন আলাদীপুর সাকিনস্থ পলাতক আসামী মোঃ মিজানুর রহমানের বাড়ী থেকে একটি কথিত ম্যাগনেট পিলার সহ তোজাফ্ফার ও রবিউল নামে দু’জনকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে এসআই (নিঃ) কাজী আব্দুল মান্নান বাদী হয়ে বাঘারপাড়া থানায় এজাহার দায়ের করেন।