প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৫:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৩, ৩:৪৪ অপরাহ্ণ
বোয়ালমারীতে স্ত্রীর সাথে অভিমান করে যুবলীগ কর্মীর আত্মহত্যা
বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে তুষার প্রামাণিক (৩২) নামের এক যুবলীগ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী গ্রামের বাসিন্দা ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফরিদ প্রামাণিকের ছেলে। এবং তুষার প্রামাণিক ময়না ইউনিয়ন যুবলীগের একজন কর্মী বলে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ জানিয়েছেন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চরবর্ণী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিন সন্তানের জনক তুষার প্রামাণিক স্ত্রীর উপর অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়। পরে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে মৃতদেহ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক উত্তম কুমার সেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.