প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৪:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৩, ৪:৫৬ অপরাহ্ণ
বোয়ালমারীতে শাহ আমানত ট্রান্সপোর্ট এজেন্সির নতুন শাখা উদ্বোধন
বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে পন্য সামগ্রী ও পার্সেল স্থানান্তরের দেশের বৃহৎ ও জনপ্রিয় ট্রান্সপোর্ট এজেন্সি শাহ আমানত এর নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বোয়ালমারী চৌরাস্তা সংলগ্ন আঁধারকোঠা স্টেডিয়াম সড়কে মেসার্স লাল এন্টারপ্রাইজে ফিতে কেটে নতুন শাখার শুভ উদ্বোধন করেন বোয়ালমারীর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ সেলিম রেজা লিপন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলী আকবার, বোয়ালমারী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু, পৌর আওয়ামী লীগের সদস্য রাহাদুল আকতার তপন, মেসার্স লাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. লাল মিয়া, উজ্জ্বল বিন লাল প্রমুখ।
এ ছাড়াও শাহ আমানত ট্রান্সপোর্ট এজেন্সির প্রতিনিধিদল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Copyright © 2024 samajerchoke.com. All rights reserved.